লাইফস্টাইল

প্রাণবন্ত উত্তরার ‘হিমালয় বঙ্গ বাজার’

ঈদ কেনাকাটার জন্য রাজধানীবাসীর পছন্দের তালিকার শীর্ষে বঙ্গবাজার, নিউমার্কেট, কৃষি মার্কেট, মৌচাক মার্কেট। তবে এসব মার্কেটের দূরত্ব রাজধানীর উত্তরা থেকে অনেক বেশি। কেনাকাটার জন্য এসব মার্কেটে যেতে উত্তরাবাসীকে সারাদিন নষ্ট করতে হবে। সেই কষ্ট লাঘবে উত্তরায় তৈরি হয়েছে বেশকিছু মার্কেট। এর মধ্যে অন্যতম ‘হিমালয় বঙ্গ বাজার’।

Advertisement

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর উত্তরা ভবনের নিচ তলায় এই বাজার অবস্থিত। এ বাজার অন্য মার্কেটের তুলনায় ছোট। তবে এখানে কেনাকাটা করা যায় সাদ ও সাধ্যের মধ্যে। সপ্তাহে ছয়দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এই মার্কেট। সাপ্তাহিক ছুটির দিন বুধবার। আজমপুর বাসস্ট্যান্ড ও রাজলক্ষ্মী কমপ্লেক্সের মাঝে অবস্থিত এই মার্কেটটি খুঁজে পাওয়া যাবে খুব সহজেই।

জানা গেছে, গুলিস্তানের বঙ্গবাজারের আদলে গড়ে উঠেছে এই বাজারটি। এখানে বঙ্গবাজারের মতোই কম দামে বৈচিত্র্যময় পণ্য পাওয়া যায়। এই বাজারের অন্যতম আকর্ষণ নারীদের কাপড়ের বিশাল সংগ্রহ। রপ্তানিযোগ্য গার্মেন্টসের কাপড় যেমন-ব্লাউজ, টি-শার্ট, ট্যাংক টপস, পালাজ্জো, স্কার্টসহ নানা ধরনের জিনিস এখানে অনায়াসেই পেয়ে যাবেন।

আরও পড়ুন: সাধ্যের মধ্যে ঈদ কেনাকাটা ঈদ কেনাকাটার সঙ্গী ‘অথবা ডট কম’ অনলাইনে কেনাকাটায় সতর্ক থাকা কেন জরুরি

শুধু তাই নয়, এখানকার দোকানগুলোতে সেকেন্ড হ্যান্ড জিন্স, লেগিংস, আরামদায়ক কার্ডিগান, স্টাইলিশ ডেনিম, কুর্তি, সোয়েটশার্ট, জগারসহ পাবেন বাহারি সব পোশাক। এমনকি খুবই কম দামে কিনতে পারবেন আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে ওয়ার্ক আউট টপস, ইয়োগা প্যান্ট।

Advertisement

নারীদের পাশাপাশি এই বাজারে রয়েছে শিশুদের পোশাকের দারুণ কালেকশন। এখানে বাচ্চাদের টি-শার্ট, হাফপ্যান্ট ছাড়াও পাবেন ছোট ছোট ডেনিমের পোশাক। তবে এই বাজারে ছেলেদের পোশাক খুবই কম। হাতেগোনা কিছু দোকানে পাবেন ছেলেদের ডেনিম প্যান্ট ও রেডিমেড ট্রাউজার। একইসঙ্গে পেয়ে যাবেন কিছু জুতার দোকানও।

জেএস/এএসএম