জাতীয়

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরের খিলবাড়িরটেকে একটি বাসায় ইভা (১৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী শিহাব চৌধুরী বলেন, ‘আমার স্ত্রী একটি কসমেটিকের দোকানে চাকরি করতেন। পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ হয়। কলহের জেরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়।’

তিনি বলেন, আমাদের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানায়। বর্তমানে ভাটারা শাহজাদপুর খিলবাড়িটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জেআইএম