দেশজুড়ে

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ সদরে বাবলু মিয়া নামে এক বিএনপি নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে একই দলের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।

Advertisement

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক রেজা তালুকদার ও তার ভাই ইউনিয়ন বিএনপির সদস্য বোরহান উদ্দিন তালুকদার।

ওই পত্রে বলা হয়, কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজা তালুকদার ও তার ভাই বোরহান উদ্দিন তালুকদার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। এ কারণে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হলো। তাদের সঙ্গে যোগাযোগ না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হলো।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া হাট ইজারা নিয়ে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব হয়। এর জেরে রোববার (৯ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে বাবলু মিয়াকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয় রেজা তালুকদার ও তার লোকজন। বাবলু মিয়া একই ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

অভিযুক্ত রেজা তালুকদার ও তার ভাই বোরহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এম এ মালেক/জেডএইচ/জেআইএম

Advertisement