খেলাধুলা

ব্রোঞ্জ জিতে দেশে ফিরে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের দাবি তুললেন কোচ

ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পদক নিয়ে সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তেহরান, শারজা হয়ে বাংলাদেশ দল ঢাকায় অবতরণ করে সকাল ৮টার দিকে।

Advertisement

তেহরানে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ভারতের কাছে ৬৪-২৩ পয়েন্টে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্টে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল শাহনাজ মালেকার দল।

তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্ট হারিয়ে সেমিফাইনালে উঠলেও শেষ চারের লড়াইয়ে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। ইরানের কাছে হেরে যায় ৪১-১৮ পয়েন্টে। সেমিতে হারলেও ব্রোঞ্জ জয়ের লক্ষ্য পূরণ হওয়ায় বাংলাদেশ দলকে সফলই বলা যায়।

দেশে ফিরে শাহনাজ পারভীন মালেকা এই দলটিকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান কমিটি মেয়েদের খেলা নিয়ে অনেক পরিকল্পনা করছে। আমাদের লক্ষ্য ছিল ইরানে পদক জেতা। আমরা লক্ষ্যপূরণ করতে পেরেছি। এখন কোচ হিসেবে আমার দাবি থাকবে দলকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মধ্যে রাখার। আমাদের পড়শি দেশ ভারতের মেয়েরা সারা বছর প্রশিক্ষণে থাকেন। ওই দেশে খুব ছোট সময় থেকেই খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া শুরু করে। আমরাও চাই যেন, কম বয়স থেকেই বাচ্চাদের কাবাডির প্রশিক্ষণ দেওয়া হয়।’

Advertisement

ব্রোঞ্জজয়ী কাবাডি দলকে মঙ্গলবার সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে হবে এই সংবর্ধনা। ক্রীড়া উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানের কারণেই কাবাডি দলের খেলোয়াড়দের ঢাকায় ফেরার পর একটি হোটেলে রাখা হয়েছে।

আরআই/এমএমআর