ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে চালানো টানা কয়েক দিনের অভিযান আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
Advertisement
সিরীয় সরকার এমন এক সময়ে এসে এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করল, যখন সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযানে এক হাজারের বেশি মানুষ নিহতের তথ্য এসেছে। আবার নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান আব্দুল গনি এক্সে এক বিবৃতিতে বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো এখন তাদের কাজ পুনরায় শুরু করতে এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদান করতে সক্ষম হয়েছে। আমরা জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা সুসংহত করার পথ প্রশস্ত করছি।
তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত সরকারের অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ও ভবিষ্যতের যেকোনো হুমকি দূর করার পরিকল্পনা রয়েছে।
Advertisement
সিরিয়ার অভ্যুত্থানের নেতা ও আহমেদ আল শারা এরআগে রোববার সহিংস সংঘর্ষের ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নতুন শাসকদের কর্তৃত্ব লঙ্ঘনকারী যে কাউকে জবাবদিহি করানো হবে। আমাদের যতটা সম্ভব জাতীয় ঐক্য এবং নাগরিক শান্তি বজায় রাখতে হবে।
আল শারার অফিস জানিয়েছে, উভয় পক্ষ দ্বারা সংঘটিত সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল গনি বলেন, নিরাপত্তা বাহিনী তদন্ত কমিটির সাথে সহযোগিতা করবে, ঘটনার উদঘাটন, তথ্য যাচাই এবং অন্যায়কারীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পূর্ণ সুযোগ প্রদান করবে।
তিনি বলেন, আমরা সাবেক শাসনব্যবস্থা ও এর কর্মকর্তাদের অবশিষ্টাংশের দমাতে সক্ষম হয়েছি। তাদের বিস্ময়ের উপাদানকে ভেঙে দিয়েছি এবং তাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো থেকে দূরে ঠেলে দিতে সক্ষম হয়েছি, বেশিরভাগ প্রধান সড়ক সুরক্ষিত করেছি।
Advertisement
গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় আহমেদ শারার নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহীরা আক্রমণ চালিয়ে বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করে। দেশ ছেড়ে পালিয়ে মস্কোয় আশ্রয় নেন স্বৈরশাসক বাশার। সম্প্রতি বাশার অনুগত সশস্ত্র যোদ্ধারা দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করে সরকার।
আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ কিছুটা শান্ত থাকলেও, নতুন ইসলামপন্থি শাসকদের সঙ্গে যুক্ত বাহিনী সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের ক্রমবর্ধমান বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করায় সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দুদিনে দেশটির পশ্চিম উপকূলে আলাউইতদের লক্ষ্য করে ৩০টি গণহত্যায় প্রায় ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই সঙ্গে ১২৫ জন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ও আসাদের প্রতি অনুগত ১৪৮ জন যোদ্ধাও নিহত হয়েছে।
সূত্র: রয়টার্স
এসএএইচ