বিনোদন

আসছে দীর্ঘ অ্যাভাটার

হলিউডের মাস্টার মেকার জেমস ক্যামেরন। ‘দ্য টার্মিনেটর’, ‘টাইটানিক’ এবং ‘অ্যাভাটার’- এর মতো ব্লকবাস্টার সিনেমার পরিচালক হিসেবে বিশ্বজুড়ে নন্দিত তিনি। সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন দ্রুতই আসতে চলেছে ‘অ্যাভাটার’ এর নতুন সিক্যুয়েল। আর এটি হবে আগের পর্বগুলোর চেয়ে অনেক দীর্ঘ সময়ের গল্প।

Advertisement

অনেক দর্শকই সিনেমার রানটাইম নিয়ে বিরক্ত হন। সিনেমা গল্প দীর্ঘ হলে তারা পছন্দ করেন না। প্রিয় পরিচালক বা তারকার সিনেমা হলেও উপভোগ করেন না। তাদের জন্য ‘অ্যাভাটার’ ছবির পরবর্তী সিক্যুয়েলটি হয়তো আরও বেশি চাপ সৃষ্টি করবে। কারণ এর রানটাইম আগের কিস্তিগুলোর চেয়েও লম্বা হবে।

তবে ক্যামেরন নিশ্চিত করেছেন, ছবি দীর্ঘ সময় হলেও এটি পুরোপুরি উপভোগ্য হবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে সিনেমাটি দেখার আগ্রহ।

২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ ১৬২ মিনিট দীর্ঘ ছিল। তার সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৯২ মিনিট দীর্ঘ ছিল। ক্যামেরন জানান, তৃতীয় সিনেমা অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ দ্বিতীয় সিনেমার মতো দৈর্ঘ্য ধারণ করবে, তবে এটি আরও কিছুটা দীর্ঘ হতে পারে।

Advertisement

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বর্তমানে পোস্ট-প্রোডাকশনে রয়েছে। ছবিটি ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কিছু সৌভাগ্যবান দর্শক ইতোমধ্যে সিনেমার রাফ কাট দেখেছেন এবং প্রাথমিক প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে ক্যামেরন দারুন একটি সিনমো নিয়ে হাজির হতে যাচ্ছেন।

ক্যামেরন বলেন, ‘আমরা চরিত্রগুলোর উপর গুরুত্ব দিয়েছি। সিনেমার দৃষ্টিনন্দন প্লট এবং দৃশ্যগুলো আগের পর্বের চেয়েও আকর্ষণীয় হবে। এর গল্পটাও দর্শককে সিনেমাটি দেখতে বসিয়ে রাখবে।’

তিনি আরও বলেন, ‘এই পর্বের চরিত্রগুলো আমাদের এক ধরনের মিলিত রূপ; আমাদের শৈশব, বাবা-মায়ের ভূমিকা, আমাদের করা ভুলগুলো নিয়ে ভাবাবে।’

এলআইএ/জিকেএস

Advertisement