জাতীয়

পাগলের বেশে নারীদের সঙ্গে অশালীন আচরণ করা সেই যুবক গ্রেফতার

নারীদের হিজাব ছাড়া ঘর থেকে বের না হতে তাদের প্রতি অশালীন মন্তব্য করছেন পাগলের বেশধারী এক যুবক, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক সমাজের সব মেয়েকে হেয় করছেন। নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করছেন। ভিডিওটি দেখে শনাক্তের পর সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান।

Advertisement

সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযুক্ত যুবক সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছডিয়ে দিচ্ছেন। নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। এটি তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সব মেয়েকে হেয় করছেন। পরে ভিডিও দেখে শনাক্ত করে সাভারের আমিনবাজার থেকে আজ সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

একটি ফেসবুক পেজে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে দেখা যায়, তিনি পাগলের বেশ ধরে নারীদের হিজাব ছাড়া ঘর থেকে বের না হতে তাদের প্রতি অশালীন মন্তব্য করছেন। এটি তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সমাজের সব মেয়েকে হেয় করছেন।

Advertisement

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, হিজাব না পরলে ধর্ষিত হবেন এবং নারীদের প্রতি তার মন্তব্যও অনেক আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন, বিশেষত যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেখান উপস্থিত মেয়ে দুটি হিন্দুধর্মের বলতে শোনা যায়। তাদের উদ্দেশ্য করে হিজাব বা বোরখা পরার কথার সঙ্গে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল, যা সমাজে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা।

এআইজি এনামুল হক সাগর বলেন, সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছডিয়ে দিচ্ছেন। এতে নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। এ কারণে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/জেআইএম

Advertisement