দেশজুড়ে

সেনাসদস্য পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর পোশাকসহ এক ভুয়া মেজর বাসিদুর রহমান (৩৮) ও তার স্ত্রী বেলিনা আক্তারকে আটক করা হয়েছে।

Advertisement

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার আশাররকান্দি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসর্পোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

আটক বাসিদুর রহমান কুমিল্লার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুরের হরিপুর গ্রামে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি থাকতেন বাসিদুর রহমান। সেই সুযোগে তিনি সেনাবাহিনীর ভুয়া মেজরের পোশাক বানিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে নানা অপকর্ম করতেন। আর তাতে সহযোগিতা করতেন তার স্ত্রী। একপর্যায়ে বাসিদুর রহমানের চালচলন সন্দেহজনক হওয়ায় গ্রামবাসী বিষয়টি স্থানীয় সেনা ক্যাম্পে জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ওই গ্রামে গিয়ে তাদের আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষকে বোকা বানিয়ে বাসিদুর রহমান ও তার স্ত্রী নানা অপকর্ম করে আসছিলেন। এরই মধ্যে তাদের আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লিপসন আহমেদ/জেডএইচ/জেআইএম

Advertisement