খেলাধুলা

নারী ডেভেলপমেন্ট কাপ হকিতে ১১ দল

১১টি দল নিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে নারী ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতা। রমজান মাসের জন্য সকালে খেলা রাখা হয়েছে।

Advertisement

দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। ‘ক’ গ্রুপের দলগুলো হচ্ছে-দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, পটুয়াখালী ও রাজশাহী এবং ‘খ’ গ্রুপের দল-বিকেএসপি, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, রংপুর, কুমিল্লা ও কিশোরগঞ্জ।

প্রথম দিন সকাল ৯টায় ঠাকুরগাঁও ও রংপুর, সকাল ১১টায় বিকেএসপি ও কিশোরগঞ্জ এবং দুপুর ১২টায় ঝিনাইদহ ও কুমিল্লা মুখোমুখি হবে।

তৃতীয় ম্যাচের আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নারী হকির পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিতর তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।

Advertisement

গ্রুপ পর্বের খেলা শেষে চার দল নিয়ে হবে সেমিফাইনাল। ২১ মার্চ দুটি সেমিফাইনালের পর ২২ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে নতুন অ্যাডহক কমিটির দ্বিতীয় আয়োজন। এর আগে এই কমিটির অধীনে প্রথম টুর্নামেন্ট হিসেবে বিজয় দিবস কাপ হকি অনুষ্ঠিত হয়েছিল।

দুটি টুর্নামেন্টের মাঝে অবশ্য জাতীয় দলের প্রস্তুতি শুরু করেছে ফেডারেশন। এএইচএফ কাপ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন চলছে কোচ মামুনুর রশীদের অধীনে।

আরআই/এমএমআর/জেআইএম

Advertisement