রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
Advertisement
সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা আক্তার পলি, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর স্ত্রী ইসমত আরা মিনু, পিন্টুর মেয়ে সুমাইয়া মৌরমি ইফতি, সাইবা মৌরমি ইশমা ও ইবনাম ইফতিকার। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তার স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
Advertisement
এমআইএন/এমকেআর/জেআইএম