এবারের আইফার মঞ্চে গাঁয়ের বধূদের কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘লাপাতা লেডিজ’ বাজিমাত করেছে। মোট ১০টি পুরস্কার লাভ করেছে সিনেমাটি। এর আগে শনিবার সেরা ওটিটি সিনেমা এবং সিরিজকে পুরস্কৃত করা হয়েছে। বোববার সিনেমাসহ একাধিক বিভাগে সেরাদের পুরস্কার ঘোষণা করা হয়। একনজরে এর তালিকা দেখে নেওয়া যাক-
Advertisement
সেরা সিনেমা: ‘লাপাতা লেডিজ’।সেরা মুখ্য চরিত্র (অভিনেতা): কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)।সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী): নীতাংশী গোয়েল (লাপাতা লেডিজ)।
‘লাপাতা লেডিস’ সিনেমার পোস্টার।
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)।সেরা নেগেটিভ চরিত্র: রাঘব জুয়েল (কিল)।সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী): জানকী বড়িওয়ালা (শয়তান)।
Advertisement
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা): রবি কিষাণ (লাপাতা লেডিজ)।সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরি: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিজ)।সেরা গল্প (আডাপ্টেড): শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)।সেরা পরিচালক (ডেবিউ): কুণাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)।সেরা অভিনেতা (ডেবিউ): লক্ষ্য লালওয়ানি (কিল)।
সেরা অভিনেত্রী (ডেবিউ): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)।সেরা সংগীত পরিচালক: রাম শপথ (লাপাতা লেডিজ)।সেরা গানের কথা: প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)।সেরা গায়ক: জুবিন নতিয়াল (দুয়া – আর্টিকেল ৩৭০)।সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার– ‘ভুলভুলাইয়া ৩’)।সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দলুই, রাহুল কারপে (কিল)।সেরা চিত্রায়ণ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)।সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকুর (আর্টিকেল ৩৭০)।
অনুষ্ঠানের এক ফাঁকে শাহরুখ খান, নোরা ফাতেহি ও কার্তিক আরিয়ান ক্যামেরাবন্দি হন
সেরা সম্পাদনা: জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)।সেরা সিনেমাটোগ্রাফি: রাফে মহম্মদ (কিল)।সেরা কোরিওগ্রাফি: বসকো সিজার (তবা তবা– ‘ব্যাড নিউজ’)।সেরা স্পেশাল এফেক্টস: রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)।আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা: রাকেশ রোশন।
Advertisement
‘আইফা’র ২৫তম বর্ষে ভারতের রাজস্থানের জয়পুরে জমকালো আসর বসেছিল। মাধুরী দিক্ষিৎ, শাহরুখ খানের বিশেষ পারফর্ম্যান্স মন ছুঁয়েছে অনুষ্ঠানে আগত সবার। রাজ কাপুরকে বিশেষ সম্মান জানিয়ে আরও একবার কারিনা কুাপুর খান দর্শকদের মন জয় করেছেন।
এমএমএফ/জেআইএম