দেশজুড়ে

চুয়াডাঙ্গায় তিন হোটেলকে জরিমানা

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে হোটেল আল আমিনসহ তিনটি হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার ও ভালাইপুর এলাকায় অভিযান চালিয়ে ইফতারসামগ্রী, হোটেল, ফলের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করায় আবু জাফরের প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ হোটেলকে পাঁঁচ হাজার টাকা, হাসমত উল্লাহর প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর হোটেলকে তিন হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ না থাকায় আবু কাউছারের প্রতিষ্ঠান মেসার্স হোটেল আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

Advertisement

হুসাইন মালিক/এসআর/জেআইএম