বোলাররাই করে দিয়েছেন অর্ধেক কাজ। যে কারণে দলকে জয় উপহার দিতে লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটারদের কোনো বেগ পেতে হয়নি।
Advertisement
আজ সোমবার শেরে বাংলায় রূপগঞ্জের রেজাউর রহমান রাজা ও তানবীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২৫.৫ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।
জবাবে মাত্র ৯.৩ ওভার ব্যাট রূপগঞ্জকে ১০ উইকেটের বিশাল জয় উপহার দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।
দলীয় ৩৪ রান পর্যন্ত শাইনপুকুর হারিয়েছিল মাত্র ১ উইকেট। বাকি ৩৫ রান করতে ৯ উইকেট হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার মঈনুল ইসলাম তন্ময়। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন নিয়ন জামান।
Advertisement
৭০ রানের ছোট লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক মেজাজে খেলেন রূগগঞ্জের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ। ২০ বলে ৩৫ রান করেন তামিম ও ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন সাইফ।
রূপগঞ্জের হয়ে বল হাতে রাজা ও তানভীর ৩টি করে উইকেট নেন।
তৃতীয় ম্যাচে এটি রূগগঞ্জের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ধানমন্ডি বিপক্ষে ২৪ রানে হেরেছিল তারা।
এমএইচ/
Advertisement