খেলাধুলা

হঠাৎ আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক, পড়তে পারেন নিষেধাজ্ঞায়

আইপিএল ২০২৫ আসর থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। আসর শুরুর মাত্র ১২ দিন আগে এমন সিদ্ধান্ত নিলেন ব্রুক।

Advertisement

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের আইপিএল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরবর্তীতে তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকেও অবহিত করা হয়েছে।

যদিও আইপিএল কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ব্রুকও নাম প্রত্যাহারের কারণ প্রকাশ করেননি।

ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ব্রুকের আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ হতে পারে জাতীয় দলের ব্যস্ত সূচি। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে এখনও ১৮ মাস বাকি ডানহাতি ব্যাটারের।

Advertisement

জস বাটলারের পরিবর্তে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হতে পারেন ব্রুক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতা ও সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়শূন্য থাকার পর ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়েন বাটলার।

আশঙ্কা করা হচ্ছে, সরে দাঁড়ানোর কারণে আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ব্রুক।

২০২৫ সালের মেগা নিলামের আগে আইপিএলে নতুন নিয়ম চালু হয়েছে। বলা হয়েছে, যদি কোনো বিদেশি খেলোয়াড় নিলামে নিবন্ধন করেন এবং দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন, তাহলে তিনি দুই মৌসুমের জন্য আইপিএলে অংশ নিতে পারবেন না।

গত সেপ্টেম্বর মাসে ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্দেশে পাঠানো একটি বার্তায় আইপিএল গভর্নিং কাউন্সিল জানায়, যেকোনো (বিদেশি) খেলোয়াড় যদি নিলামে নিবন্ধন করে এবং দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তিনি টানা দুই মৌসুম আইপিএল এবং আইপিএল নিলামে নিষিদ্ধ হবেন।

Advertisement

তবে কোনো খেলোয়াড় চোট বা চিকিৎসাজনিত কারণে টুর্নামেন্টে অংশ নিতে না পারেন এবং সেটি নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক সত্যায়িত করা হয়, তাহলে ওই খেলোয়াড় নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

পারিবারিক কারণে আইপিএল ২০২৪ আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। দাদীর মৃত্যুর পর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নেন এবং দলের হয়ে ভারত সফরেও অংশ নেননি ইংলিশ ব্যাটার। ওই মৌসুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন ব্রুক। তবে ২০২৫ সালের মেগা নিলামের আগে ব্রুককে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৫ সালের মেগা নিলামে ৬.২৫ কোটি রুপির বিনিময়ে ব্রুককে আবারও দলে নেয় দিল্লি। এবারও তাকে খেলাতে পারলো না দলটি।

আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। ব্রুকের বদলি হিসেবে কাকে নেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। এছাড়া নতুন অধিনায়কের নামও এখনো ঘোষণা করেনি দিল্লি।

২০২৩ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন ব্রুক। ১১ ম্যাচে ২২.১১ গড়ে মাত্র ১৯০ রান করেন। ওই আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে সেঞ্চুরিই ছিল তার সেরা ইনিংস।

এমএইচ/