বিয়ে করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিলনের স্ত্রীর নাম তানিয়া শিপা। তিনি চট্টগ্রামের একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট হিসেবে কর্মরত।
Advertisement
আজ (৬ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিনেতা নিজেই। জাগো নিউজকে মিলন বলেন, ‘আমার লাস্ট ইনসিডেন্ট সবাই জানেন। ২০২২ সালে আমার ওয়াইফ মারা যায়। তখন থেকে আমি সিঙ্গেল ফাদার। আমার ফ্যামিলি থেকে ওনাকে (শিপা) পছন্দ করেছিল। আমাকে আমেরিকা থেকে চার সপ্তাহের জন্য নিয়ে এসেছে। গত ৩ ফেব্রুয়ারি আমি দেশে এসেছি, ৮ তারিখে বিয়ে হয়।’
২০২২ সালের ৪ সেপ্টেম্বর মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ মৃত্যুবরণ করেন। এরপর থেকেই একমাত্র ছেলেকে নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন অভিনেতা মিলন। তার প্রথম স্ত্রীর নাম লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।
আনিসুর রহমান মিলন বর্তমানে হলিউডের একটি সিনেমায় কাজ করছেন বলে জানিয়েছেন।
Advertisement
এমআই/জেআইএম/আরএমডি