চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়েছে বসতঘর, ছয়টি ছাগল ও হাঁস-মুরগি।
Advertisement
রোববার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীর পাড়ার খলিল মাস্টার বাড়ির নূর হোসেন বাবুর্চির বসতঘরে এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৬ কক্ষ বিশিষ্ট বাঁশের বেড়া ও টিনে চালা দেওয়া একটি বসতঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা ৬টি ছাগল পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এমডিআইএইচ/এমএএইচ/
Advertisement