দেশজুড়ে

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছে ভুক্তভোগীর মা। ওই শিক্ষার্থীর মা রোববার (৯ মার্চ) চারজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রাকিব (২২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

ওসি মজিবুর রহমান বলেন, শনিবার (৮ মার্চ) ঘটনার পর ওই ছাত্রী মোবাইলে বলেছিলেন তাকে চারজনে ঝাউ বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। ভুক্তভোগী শিক্ষার্থী ভিডিওতে ধর্ষণের শিকার হয়েছেন বলে বিষয়টি তুলে ধরেন। ভিডিওটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে পুলিশ জানিয়েছে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু চারজনে ধর্ষণের চেষ্টা করেছিল।

মামলায় অপহরণ ও ধর্ষণচেষ্টা অভিযোগ আনার পাশাপাশি চারজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ঘটনায় রাকিব নামের একজনকে আটক করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ধর্ষণচেষ্টার কবলে পড়া ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার সকালে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন।

Advertisement

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে বন্ধু ও ভাইদের নিয়ে ঘুরতে যায় এক স্কুলছাত্রী। তারা সঙ্গে থাকা বন্ধুকে উপকূলের ঝাউ গাছের সঙ্গে বেঁধে রেখে ভুক্তভোগীকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এই ঘটনার পর ওই ছাত্রীর ভাইয়েরা দৌড়ে গিয়ে সমুদ্রসৈকত এলাকায় থাকা স্থানীয়দের সহায়তা চান। তারা ঘটনাস্থলে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এ ঘটনার পর স্থানীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে স্কুলছাত্রীর ধর্ষণের খবর ছড়িয়ে পড়ে। তাকে জোর করে উঠিয়ে নিয়ে চারজন দলবদ্ধ ধর্ষণ করেছে বলে স্বীকার করে ভুক্তভোগী। কিন্তু বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ছাত্রী ও তার সঙ্গে থাকা বন্ধু এবং ভাইদের থানায় নিয়ে যায়। পরে পুলিশ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছে তাকে উঠিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা করে চার যুবক। কিন্তু সৈকতে থাকা স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে যায় তারা।এম মাঈন উদ্দিন/এমএএইচ/

Advertisement