ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিবিরের গণইফতার

 

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণইফতার কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। শেকৃবি ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়। এতে অংশ নেন প্রায় ১২০০ শিক্ষার্থী।

Advertisement

রোববার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের জন্য একটি বুথ স্থাপন করা হয়, পাশাপাশি ছাত্রীদের জন্য বেগম রোকেয়া হল ও অপরাজিতা ২৪ হলের সামনে পৃথক বুথ থেকে ইফতার বিতরণ করা হয়।

এক শিক্ষার্থী ইফতার আয়োজনে অংশ নিয়ে বলেন, এত বড় পরিসরে ইফতারের আয়োজন বিশ্ববিদ্যালয়ে আগে দেখিনি। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এ সময় শিক্ষার্থীদের মাঝে কোরআন প্রতিযোগিতার লিফলেটও বিতরণ করা হয়, যা ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, আমরা আমাদের সাধ্যমতো ১২০০ জনের জন্য ইফতার আয়োজন করেছিলাম। তবে চাহিদার চেয়ে বেশি শিক্ষার্থী আসায় বাইরে থেকেও ইফতার সংগ্রহ করে বিতরণ করতে হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। আরও বড় পরিসরে আয়োজন করলে ভালো হতো। আগামীতে ভালোভাবে আয়োজনের চেষ্টা করবো।

Advertisement

সাইদ আহম্মদ/এমএএইচ/