জোকস

আজকের জোকস: সংসার সুখের হয় স্বামীর যে গুণে

আজকের জোকস: সংসার সুখের হয় স্বামীর যে গুণে

সংসার সুখের হয় স্বামীর যে গুণেএক ব্যক্তি গেছেন জ্যোতিষীর কাছে। গিয়ে বলছেন—ব্যক্তি: বাবা, আমাকে সুখী দাম্পত্য জীবনের জন্য মন্ত্র দিন।জ্যোতিষী: শোন, সুখী জন্য পুরুষের করণীয় দুটো।ব্যক্তি: বাবা, তাড়াতাড়ি বলুন।জ্যোতিষী: এক. যখনই কোনো ভুল করবেন, সঙ্গে সঙ্গে স্বীকার করতে ভুলবেন না।দুই. যদি আপনার কথাই ঠিক হয়, তাহলে মনের ভুলেও সেটা বলতে যাবেন না।

Advertisement

****ঘুমের ওষুধ ও ডাক্তারনার্স ঘুমন্ত রোগীকে জোর করে ডেকে তুলছেন দেখে চিকিৎসক জিজ্ঞেস করলেন—চিকিৎসক: আরে আরে, করছেন কী? অযথা ঘুমন্ত রোগীকে ডাকছেন কেন?নার্স: স্যার, রোগীর এখন ওষুধ খাওয়ার সময়। না ডাকলে সঠিক সময়ে তার ওষুধ খাওয়া হবে না।চিকিৎসক: কিসের ওষুধ, যেটা তাকে এখনই খাওয়াতে হবে?নার্স: ঘুমের ওষুধ স্যার।

****

স্ত্রীর সঙ্গে শপিংয়ে গেলে যা হয়ট্যাক্সি ঠিক করছেন এক ভদ্রমহিলা।ভদ্রমহিলা: এই ট্যাক্সি, যাবে?ট্যাক্সি ড্রাইভার: কোথায়?ভদ্রমহিলা: মার্কেটে। তুমি বাইরে অপেক্ষা করবে। কেনাকাটা শেষ হলে তোমাকে নিয়েই ফিরে আসব। চিন্তা করো না, তোমাকে টাকা বাড়িয়ে দেব।ট্যাক্সি ড্রাইভার: আপনার সঙ্গে কি আপনার স্বামীও যাবেন?ভদ্রমহিলা: হ্যাঁ। কিন্তু কেন?ট্যাক্সি ড্রাইভার: তাহলে ভাড়া বেশি দিতে হবে।ভদ্রমহিলা: কেন?ট্যাক্সি ড্রাইভার: কারণ তাহলে আমাকে যাওয়ার সময় ব্যাংকের সামনে এবং ফেরার সময় হাসপাতালের সামনেও অপেক্ষা করতে হবে!

Advertisement

কেএসকে/জিকেএস