রাজনীতি

চীনের স্মার্ট সিটি প্রকল্প ‌‘কোড সিটি’ পরিদর্শনে বিএনপি প্রতিনিধি

চীনের স্মার্ট সিটি প্রকল্প ‌‘কোড সিটি’ পরিদর্শনে বিএনপি প্রতিনিধি
 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল চীনের জিয়ান হাই-টেক ইন্ডাস্ট্রিজ উন্নয়ন অঞ্চলে অবস্থিত আধুনিক স্মার্ট সিটি প্রকল্প ‘কোড সিটি’ পরিদর্শন করেছেন।

Advertisement

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি আর জানান, সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল অত্যাধুনিক প্রযুক্তি, নগর ব্যবস্থাপনা, উদ্ভাবনী অবকাঠামো ও স্মার্ট সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। আজ ছিল বিএনপি প্রতিনিধি দলের সফরের চতুর্থ দিন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

Advertisement

গত সোমবার থেকে চীন সফরে রয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের নয় সদস্যের প্রতিনিধিদল। আগামীকাল রাতে এই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

কেএইচ/জেএইচ