জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ডিজি-সিআইসি, কর গোয়েন্দা ইউনিট এর কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে গুজব ছড়ানো হচ্ছে।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত গুজব জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। অনুসন্ধানে জানা গেছে যে, বিদেশে নিবন্ধনকৃত একটি ফোন নম্বর এবং একটি এআই সফটওয়্যার ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের মিথ্যা গুজব ছড়ানো মারাত্মক ফৌজদারি অপরাধ। যে বা যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের এইসব ভুয়া মোবাইল স্ক্রিনশট দ্বারা সৃষ্ট গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
Advertisement
এসএম/জেএইচ