স্বাস্থ্য

জুলাই বিপ্লবে আহতদের হেলথ কার্ড ও সম্মানি ভাতা বিতরণ

জুলাই বিপ্লবে আহতদের মধ্যে হেলথ কার্ড ও সম্মানি ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথম ধাপে ৮০ জন আহত এ সেবার আওতায় এসেছেন। পর্যায়ক্রমে সবাইকে হেলথ কার্ড ও সম্মানি ভাতা দেওয়া হবে।

Advertisement

হেলথ কার্ড ও ভাতা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল, সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নিলা এবং ছাত্র প্রতিনিধি নাবিলা।

আরও পড়ুনআরও ৭৭২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশচলতি বছর জাতীয় নির্বাচন সম্ভব না

হাসপাতাল পরিচালক বলেন, আজ জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের মধ্যে হেলথ কার্ড এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সম্মানি ভাতা হিসেবে জনপ্রতি ২ লাখ টাকা দেওয়া হয়েছে। আজ ৮০ জন আহত যোদ্ধাকে হেলথ কার্ড ও সম্মানি ভাতা দেওয়া হলো। পর্যায়ক্রমে সব আহত যোদ্ধাকে এই হেলথ কার্ড এবং সম্মানি ভাতা দেওয়া হবে।

এসইউজে/কেএসআর/জেআইএম

Advertisement