ক্যাম্পাস

উদ্ধার হলো বাকৃবির চুরি হওয়া সেই মাইক্রোবাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. আরিফুল ইসলাম।

অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘বুধবার (৫ মার্চ) সকাল ৯টায় মাইক্রোবাস ও টায়ার চুরির তথ্য পেয়ে সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিড) করা হয়। পাশাপাশি ডিবি পুলিশকেও বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়। রাত ১২টায় প্রধান নিরাপত্তা কর্মকর্তা ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজের টোলপ্লাজা পার হয়ে ময়লাকান্দি এলাকায় একটি ফিলিং স্টেশনে চুরি হওয়া গাড়িটির অবস্থানের তথ্য পান।’

তিনি আরও বলেন, ‘গাড়িটি শনাক্ত ও উদ্ধারের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা সুপারভাইজার, পরিবহন শাখার সুপারভাইজার, একজন চালক ও নিরাপত্তাকর্মীসহ ঘটনাস্থলে পৌঁছান এবং গাড়িটি বাকৃবির চুরি হওয়া ওই গাড়ি হিসেবে নিশ্চিত করেন। পরে পুলিশকে জানিয়ে রাত দেড়টায় গাড়িটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। তবে টায়ার ও চোরকে ধরা এখনো সম্ভব হয়নি। পুলিশ এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছে।’

Advertisement

আরও পড়ুন: বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস ও টায়ার চুরি

বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজমুল ইসলাম বলেন, পরিবহন শাখার এক কর্মচারীর তথ্যের ভিত্তিতে ময়মনসিংহে শম্ভুগঞ্জের ময়লাকান্দি এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়িটির অবস্থানের কথা জানা যায়। ওই তথ্যের ওপর ভিত্তি করেই আমরা ঘটনাস্থলে যাই এবং গাড়িটি ক্যাম্পাসের চুরি হওয়া গাড়ি হিসেবে শনাক্ত করি। তবে গাড়িটি লক করা ও তেলের লাইন খোলা অবস্থায় পড়ে ছিল। গাড়ির পেছনের দরজা খুলে চাবি পাওয়া যায় এবং ক্যাম্পাসে নিয়ে আসা হয়।’

এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দুজন ব্যক্তি, যাদের একজন বোরকা পরিহিত ছিলেন দেওয়াল টপকে পরিবহন শাখায় প্রবেশ করেন। তারা টায়ার সংরক্ষণের কক্ষের তালা কেটে চারটি টায়ার বের করে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) তোলেন। পরে প্রধান গেটের তালা ভেঙে মাইক্রোবাসসহ পালিয়ে যায়।

চারটি টায়ারের মধ্যে বড় গাড়ির টায়ার দুটি এবং ছোট গাড়ির টায়ার দুটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

Advertisement