দেশজুড়ে

পঞ্চগড়ে ৪ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

পঞ্চগড়ের বোদায় চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন, ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোদা উপজেলার বিভিন্ন এলাকার এসএ আর ব্রিকস, এমএমএল ব্রিকস, এএবি ব্রিকস ও বিবি ব্রিকস নামে চারটি ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে এক্সেভেটর দ্বারা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সফিউল্লাহ সুফি, বোদা থানা পুলিশসহ ইট ভাটার মালিকরা উপস্থিত ছিলেন।

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান। অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে কিছু অংশ গুড়িয়ে দেয়া হয়। আবারো অবৈধ কার্যক্রম শুরু করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

সফিকুল আলম/আরএইচ/জেআইএম