দেশজুড়ে

তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনতাই

 

টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত রুমা আক্তার (৩০) উপজেলার মিলপাড় এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুমা তার তিন বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌরশহর থেকে বাসায় ফিরছিলেন। পথে মিলপাড়ে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন। এতে সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন রুমার গালে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে ২৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিল।

আশপাশের লোকজন আহত রুমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা মামুন (২৪) ও ইমন (২৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির বলেন, খবর পেয়ে সন্ধ্যার দিকে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের নিয়ে মালামাল উদ্ধারে অভিযান চলছে।

এসআর/জেআইএম

Advertisement