রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
Advertisement
বৃহস্পতিবার (৩ মার্চ) মুঠোফোনে এ তথ্য জানান আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাকরায়েন সিদ্দিক।
আরও পড়ুনজনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেলে সমস্যা, বাহিনী দিয়ে কন্ট্রোল করা যায় না চলতি বছর জাতীয় নির্বাচন সম্ভব নাতিনি জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে ব্যাংক থেকে টাকা তোলেন। এরপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান আরেফিন সিদ্দিক। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।
ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানান সাকরায়েন সিদ্দিক।
Advertisement
এসইউজে/কেএসআর/জেআইএম