ভ্যাটিকান সিটিতে বিশ্ব মানব ভ্রাতৃত্ববিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আগামী ১২-১৩ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Advertisement
বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের ফন্ডাজিওন ফ্রাতেল্লি তুত্তির মহাসচিব ফাদার ফ্রান্সেসকো অক্কেত্তার সাক্ষাতে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
সাক্ষাতের সময় অক্কেত্তা নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের বৈশ্বিক প্রভাবের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আপনি শীর্ষস্থানীয় নেতা, এক অনন্য ব্যক্তিত্ব।’
তিনি বলেন, বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলনটি একটি ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, যেখানে বিশ্বনেতা, গণ্যমান্য ব্যক্তি এবং চিন্তাবিদরা একত্রিত হয়ে ঐক্য, শান্তি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে ভবিষ্যৎ বিনির্মাণের রূপরেখা তৈরি করবেন। সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘টেবিলস অব হিউম্যানিটি’ নামে একটি নীতিগত দলিল প্রণয়ন, যা শান্তিপূর্ণ সহাবস্থানের সার্বজনীন মূলনীতি নির্ধারণ করবে এবং একটি নতুন মানব চার্টার তৈরি করবে, যা পোপ ফ্রান্সিসের সমবেদনাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত।
Advertisement
ফাদার ফ্রান্সেসকো অক্কেত্তা জানান, সেন্ট পিটার্স স্কয়ারে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হবে, যা অন্যতম বৃহত্তম আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল কনসার্ট, আলোচনা সভা ও প্রতীকী মাল্টিমিডিয়া উপস্থাপনা থাকবে, যা মানব ভ্রাতৃত্বের নীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। বিশ্বের খ্যাতনামা নেতারা এ সম্মেলনে অংশ নেবেন।
আলোচনার সময় অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তিনিও একজন অসাধারণ মানুষ।’
উত্তরে অক্কেত্তা বলেন, ‘আমরা শুধু আপনাকে আমন্ত্রণ জানাতেই আসিনি, বরং বাংলাদেশকে সমর্থন, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করতেও এসেছি।’
অধ্যাপক ইউনূস আমন্ত্রণের জন্য অক্কেত্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি এ সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
Advertisement
ভ্যাটিকান কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসের তিনটি শূন্য নীতি— শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নির্গমন—এর স্বীকৃতি দিয়েছে, যা তার ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্ব গঠনের প্রতিশ্রুতি ও নেতৃত্বকে আরও সুদৃঢ় করে তুলেছে।
এমইউ/এমএএইচ/জেআইএম