দক্ষিণ কোরিয় চলচ্চিত্রবোদ্ধা ও প্রযোজক সাংহান চোয়ের অধীনে গবেষণা করছিলেন নবীন চলচ্চিত্র পরিচালক নাজমুস গালিব তন্ময়। গবেষণার অংশ হিসেবে শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুইসপার অব নেচার।’ সম্প্রতি পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে ছবিটির কাজ।
Advertisement
দক্ষিণ কোরিয়ার ডংসিও ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড ভিএফএক্স বিভাগে পড়াশোনা করছেন তন্ময়। এমফিল গবেষণার অংশ হিসেবে তাকে বানাতে হচ্ছে সিনেমাটি। পড়াশোনার অংশ হলেও এই সিনেমা তারা পাঠাবেন বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
তন্ময়ের গবেষণার বিষয়, ‘ভিশনস অব দ্য আনকনশাস: অ্যান এক্সপ্লোরেশন অব মাইজ এন সিন ইন ড্রিম সিকোয়েন্স।’ গবেষণায় তাকে দিকনির্দেশনা দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রবোদ্ধা সাংহান চো। একজন কিশোরের জীবনের গল্প নিয়ে এই সিনেমা। সেখানে দেখানো হবে শহুরে জীবনে খেই হারিয়ে ফেলা কিশোর প্রকৃতির কাছে ফিরে পায় নতুন জীবন। তার জীবন, প্রকৃতি ও স্বপ্নের দোলাচলে এগিয়ে যায় গল্প। নির্মাতা জানান, এ গল্প জীবনে ফেরার আহ্বান জানাবে দর্শককে, পাশাপাশি সিনেমায় দেখানো গ্রাম ও পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চোখকে দেবে পরম প্রশান্তি।
সিনেমার গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘সভ্যতার নামে আমরা দ্রুত সামনে এগিয়ে যাচ্ছি বটে, যেটা আমাদের ভাবনা, কাজ ও জীবনটাকে গিলে খাচ্ছে। একবার কেউ এই চোরাবালিতে পড়লে আর বের হতে পারছে না। অথচ আমাদের ফিরতেই হবে সহজ জীবনের কাছে। যে জীবনে একটা বালক পাহাড় ও নদী পেরিয়ে পৌঁছাবে তার আপন আলোয়।’
Advertisement
‘হুইসপার অব নেচার’ সিনেমাটিতে অভিনয় করেছেন আয়ান খান, নাজিম মাহমুদ, প্রণয় প্রান্ত, শাহীন সরকার প্রমুখ। পরিচালনা ও প্রযোজনায় সহযোগিতা করছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা সিনেমা এক্সপেরিয়েন্স ও ফিল্মিক স্টেশন। নির্মাতা সূত্রে জানা গেছে, বুসান, লন্ডন, টরন্টো চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে ছবিটি।
আরও পড়ুন: বাবাকে নিয়ে তানজিন তিশার আবেগঘন পোস্ট নতুন প্রেমের আভাস দিলেন পরীমনিএমআই/এমএমএফ/জেআইএম/আরএমডি