জাতীয়

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় একটি বাসা থেকে স্বর্ণা আক্তার (১৭) নামের এক গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, আমরা খবর পেয়ে ডেমরা পার ডগাইর নতুন পাড়া শাহজামাল রোড এলাকার একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু  হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন 

তিনি জানান, আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী রাহাতের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঝুলিয়ে রেখেছে বলে পরিবারের অভিযোগ। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের মা জেসমিন আক্তার বলেন, আমার মেয়ের সঙ্গে দুই বছর আগে রাহাতের বিয়ে হয়। আমার মেয়েকে বিভিন্ন সময় মারধর করতো। রাতে আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে মায়ের অভিযোগ।

Advertisement

এমআরএম/জিকেএস