জাতীয়

বাজারের চেয়ে কম দামে এলএনজি সরবরাহ করবে সৌদির আরামকো

অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশকে বাজার মূল্যের চেয়ে কম দামে এলএনজি সরবরাহ করবে সৌদির বৃহৎ আরামকো কোম্পানি। এ ব্যাপারে সম্মত হয়েছে সৌদি আরবের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী কোম্পানি আরামকো।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় রেজওয়ানা বলেন, বর্তমানে দুটো দেশ থেকে এলএনজি আনা হচ্ছে। কিন্তু গত কয়েকদিন আগে বিদ্যুৎ উপদেষ্টা সৌদি আরব গিয়েছিলেন।

সফরকালে তার সঙ্গে সৌদি আরবের অন্যতম বৃহৎ আরামকো কোম্পানির সঙ্গে কথা হয়। তারা বাজার মূল্যের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।

Advertisement

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ প্রমুখ।

এমআইএইচএস/জেআইএম