আন্তর্জাতিক

জেলেনস্কিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন একজন ইউক্রেনীয় সংসদ সদস্য। ইউক্রেনের বিরোধী দল ইউরোপিয়ান সলিডারিটি পার্টির সদস্য ওলেক্সি গনচারেঙ্কো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সাইম্রুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে হোয়াইট হাউজে জেলেনস্কির অমন আচরণ করা উচিত হয়নি।

Advertisement

তিনি বলেন, এটি কোনো কিন্ডারগার্টেন নয়, বক্সিং রিংও নয়। এটি কোটি মানুষের জীবনের প্রশ্ন। গনচারেঙ্কো আরও বলেন, জেলেনস্কির অহংকার বেশি গুরুত্বপূর্ণ নাকি সেই কোটি কোটি মানুষের জীবন, যাদের জন্য তিনি দায়ী? তার ক্ষমা চাওয়া উচিত।

আরও পড়ুন>>

সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি মার্কিন সহায়তা স্থগিত হওয়ায় কতটা বিপদে ইউক্রেন?

গত শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন। তিনি সেখানে ইতিবাচক আলোচনা এবং একটি ইউক্রেন-যুক্তরাষ্ট্র খনিজ চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করেছিলেন।

Advertisement

তবে, আলোচনার একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তা ক্যামেরার সামনেই সংঘাতে রূপ নেয়। ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইউক্রেনকে বছরের পর বছর ধরে দেওয়া মার্কিন সহায়তার জন্য জেলেনস্কির আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন।

বিশেষ করে, জেলেনস্কি ও ভ্যান্সের মধ্যে বিতর্ক তীব্র আকার ধারণ করে। সেখানে ভ্যান্স ইউক্রেনীয় প্রেসিডেন্টকে মার্কিন গণমাধ্যমের সামনে ‘আইনগত বিতর্ক’ তৈরির অভিযোগ তোলেন।

এই উত্তপ্ত মুহূর্তের কিছুক্ষণ পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, জেলেনস্কি শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলে তিনি আবার আসতে পারেন।

সূত্র: বিবিসিকেএএ/

Advertisement