ভাগ্য সাথে থাকলে যা হয়! একবার বোল্ড হয়েও স্টিভেন স্মিথ বেঁচে যান বেল পড়েনি বলে। আর একবার মোহাম্মদ শামির হাত থেকে জীবন পান অসি দলনায়ক। ফের নিজের বলেই স্মিথের ক্যাচ মিস করেন শামি।
Advertisement
ইনিংসের ১৩.৬ ওভারে অক্ষর প্যাটেলের বল ঠিকমতো সামলাতে পারেননি স্টিভ স্মিথ। বল তার ব্যাটের কানায় লেগে প্যাডে লাগে। পরে গড়িয়ে গড়িয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। কিন্তু বিস্ময়কর ব্যাপার। বল লাগলেও বেল পড়েনি। ফলে আউট হননি স্মিথ।অসি দলনায়ক তখন ব্যাট করছিলেন ব্যক্তিগত ২৩ রানে।
পরে ২১.৪ ওভারে শামির বলে স্ট্রেট ড্রাইভ মারেন স্টিভ স্মিথ। যদিও বল মাঝব্যাটে যথাযথ কানেক্ট হয়নি। বল উড়ে যায় বোলার শামির দিকেই। বলে হাত লাগালেও তা তালুবন্দি করতে পারেননি শামি। হাতে লেগে বল পড়ে যায় মাটিতে। ফলে ফের জীবন পেয়ে যান স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তখন ব্যক্তিগত ৩৬ রানে ব্যাট করছিলেন।
View this post on InstagramAdvertisement
দুই-দুইবার জীবন পাওয়া স্মিথ অবশেষে আউট হয়েছেন ৩৬.৪ ওভারে। শামিই তাকে ফিরিয়েছেন দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে। ৯৬ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রান করে আউট হন স্মিথ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮ ওভার শেষে ৬ উইকেটে ২০৬ রান।
এমএমআর/এমএস
Advertisement