‘ডিসেন্ট টায়ার উপহার উৎসব’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর টায়ার ব্র্যান্ড ডিসেন্ট। এই অফারের আওতায় রিটেইল এবং গ্যারেজ মালিকেরা একটি নির্দিষ্ট মূল্যের ডিসেন্ট টায়ায় কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এসি, টিভি, ফ্রিজ, ওয়ারড্রব, বাইসাইকেল, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন ধরনের পণ্য জেতার সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে নিশ্চিত ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ক্যাম্পেইনটি চলবে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
Advertisement
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, টায়ার ব্যবহারকারীদের কাছে উন্নতমানের টায়ার পৌঁছে দিতে খুচরা বিক্রেতা এবং গ্যারেজ মালিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা ডিসেন্ট টায়ারকে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে চাই। এই ক্যাম্পেইনটি রিটেইলার এবং গ্যারেজ মালিকদের পুরস্কৃত করার জন্য করা হয়েছে। যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে আধুনিক ও উন্নতমানের পণ্য পৌঁছে দিতে পারি।
তিনি আরও বলেন, এই ক্যাম্পেইনে যে কোনো খুচরা বিক্রেতা এবং গ্যারেজ মালিক একটি নির্দিষ্ট পরিমাণ টায়ার কিনলে পাবেন স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডটি ঘষলেই পাবেন নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার।
Advertisement
আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, ক্যাম্পেইনের ফলে ক্রেতারা উন্নতমানের টায়ার কেনাকাটা করতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আশা করছি, এই অফারটি আমাদের সম্মানিত খুচরা বিক্রেতা এবং গ্যারেজ মালিকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মাকের্টিং শরীফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএমএ/জিকেএস
Advertisement