তারা নিজেরা একটি কথাও বলেননি। মোহামেডান ম্যানেজমেন্ট থেকেও কিছু জানানো হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বাদ পড়ার পরই কেউ কেউ আগেই প্রচার করেছিল যে- দুই অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ মোহামেডানের হয়ে প্রথম ম্যাচটি খেলবেন না।
Advertisement
কারণ হিসেবে দেখানো হয়েছিল, রিয়াদ ও মুশফিকের বয়স হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবং আরব আমিরাত ও পাকিস্তানে ভ্রমণের ধকল মিলে ক্লান্ত-অবসন্ন হয়ে পড়বেন তারা দু’জন। তাই ৩ মার্চ গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচটি হয়তো খেলবেন না তারা।
কিন্তু সে তথ্য সঠিক হয়নি। আজ সোমবার বিকেএসপি তিন নম্বর মাঠে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের সাথে মোহামেডানের হয়ে ঠিকই খেলছেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে বিশ্রাম দেয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসা অপেক্ষাকৃত তিন তরুণ মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদকে।
Advertisement
মোহামেডানের একাদশে নেই ওই তিনজন। বলে রাখা ভাল, চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে সর্বাধিক ৬ জন- মুশফিক, রিয়াদ, মিরাজ, তাসকিন, তাওহিদ হৃদয় ও নাসুম আহমেদ- ছিলেন মোহামেডানের।
সেখান থেকে রিয়াদ, মুশফিক আর নাসুম সোমবার বিকেএসপি তিন নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছেন।
এআরবি/ আইএইচএস/
Advertisement