দেশজুড়ে

নিজ দোকানে আগুন দেখে মারা গেলেন ব্যবসায়ী

রাজশাহীতে নিজের তেলের দোকানে আগুন দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আব্দুল আউয়াল নামের একজন ব্যবসায়ী।

Advertisement

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

নিহত আব্দুল আউয়াল বাগমারা উপজেলার মাদারিগঞ্জের বাসিন্দা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পর আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দোকানের মালিক আব্দুল আউয়াল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তেলের দোকানটি পুড়ে যায়।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

Advertisement