গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) রাতে গাইবান্ধা শহরের রেলস্টেশনের কাছে সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বালাশীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাহেব গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই নারীর পরনে কালো রংয়ের বোরকা, লাল ওড়না ও হিজাব ছিল।
এ এইচ শামীম/এমকেআর
Advertisement