খেলাধুলা

ইমরুল কায়েসের কাছেই হার আবাহনীর

ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুই হলো ফেবারিট ও বড় দল তকমাধারীদের অপ্রত্যাশিত হার দিয়ে। বিকেএসপি ৩ নম্বর মাঠে এক ঝাঁক তরুণে গড়া নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে কাগজে-কলমে এক নম্বর দল মোহামেডান। অন্যদিকে শেরে বাংলায় উদ্বোধনী দিন ধরাশায়ী চ্যাম্পিয়ন আবাহনীও।

Advertisement

সোমবার নিজেদের প্রথম খেলায় অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, পারভেজ ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রিপন মণ্ডলের মতো পারফরমারে সাজানো আবাহনী।

প্রথম সেশনে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ভর করে ২৩৪ রান তুলে অলআউট হয় আবাহনী। এই রান টপকে যেতে মোটেও বেগ পেতে হয়নি অগ্রণী ব্যাংককে।

হোম অব ক্রিকেটের উইকেট সকাল সেশনে খানিক্ষণ নির্জীব থাকলেও দুপুরের পর সহজ হয়ে যায়। অনুকূল ব্যাটিং কন্ডিশনে আবাহনীর বোলারদের পাত্তা না দিয়ে দারুণ ব্যাটিং করেন অগ্রণী ব্যাংকের ব্যাটাররা। অগ্রণী ব্যাংকের জয়ের নায়ক ইমরুল কায়েস। ৩ নম্বরে নেমে বল সমান ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক ইমরুল কায়েস। তাকে যোগ্য সঙ্গ দেন দুই ওপেনার সাদমান ইসলাম (৭০ বলে ৪৬), ইমরানউজ্জামান (৩৫ বলে ৩৫) ও অমিত হাসান (৬৩ বলে অপরাজিত ৪৫)।

Advertisement

প্রথম সেশনে আবাহনীর ব্যাটারদের রান করতে অনেক কষ্ট হলেও দ্বিতীয় অংশে ইমরুল, ইমরানউজ্জামান, সাদমান ও অমিত হাসানরা স্বাচ্ছন্দ্যে খেলে দলকে ৩০ বল আগে জয়ের বন্দরে পৌঁছে দেন। প্রথম উইকেটে ইমরানউজ্জামান ও সাদমান ইসলাম ১১.২ ওভারে ৫৮ রান তুলে অগ্রণী ব্যাংককে এগিয়ে দেন। তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও অমিত হাসান ১২৫ রানের জুটি গড়লে জয়ের খুব কাছে চলে যায় অগ্রণী ব্যাংক।

এআরবি/এমএইচ/