একুশে বইমেলা

আজ রাতে চাঁদ উঠবে না: নারী অধিকারে বিশ্বাসী

২০২১ সাল থেকে ২০২৫ সাল। জার্নিটা খুব বড় নয়। তবে এই স্বল্প সময়েই পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন তরুণ ঔপন্যাসিক শফিক রিয়ান। এবারের বইমেলায় তার প্রথম উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’র নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। এবার প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইটি প্রকাশ করছে বইমই প্রকাশনী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা।

Advertisement

২০২১ সালের অমর একুশে বইমেলায় ঘাসফুল প্রকাশনী থেকে তার প্রথম উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্যাঙ্গণে এক নতুন পথচলা শুরু করেন। পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া এ উপন্যাস তাকে পাঠকমহলে পরিচিতি এনে দেয়। তিনি নিজেকে ‘পাঠকের লেখক’ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিখেছেন নিজের জীবনবোধ থেকে। যা পাঠকের কাছে পেয়েছে অধিক গ্রহণযোগ্যতা।

শফিক রিয়ান মনে করেন, জীবন ও সাহিত্য এক অখণ্ড বৃত্তের অন্তর্ভুক্ত দুটি বিন্দু। তার মতে, ‘সাহিত্য হলো জীবনের মর্মস্থল, যা প্রতিটি ক্ষুদ্র ঘটনাকে এক বৃহত্তর তাৎপর্যের সঙ্গে সংযুক্ত করে। লেখকের দায়িত্ব হলো সেই অদৃশ্যতর তাৎপর্য উদ্ঘাটন করা।’

শুধু একজন ঔপন্যাসিক হিসেবেই নয়, শফিক রিয়ানের কবি হিসেবেও রয়েছে বিশেষ খ্যাতি। তার রচিত কাব্যগ্রন্থ ‘বিধ্বস্ত নক্ষত্র’ এবং ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তার প্রকাশিত অন্য বইসমূহ ‘মেঘ বিষাদের দিন’ এবং ‘বিষাদের ছায়া’। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে নতুন উপন্যাস ‘বিসর্জন’।

Advertisement

আরও পড়ুন

প্রেম কিংবা রক্ত-ঝরা কবিতা আততায়ী অন্ধকার: অনাবৃত আলোর অনিরুদ্ধ উৎস

লেখালেখির পাশাপাশি শফিক রিয়ান তার সৃজনশীলতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ নেভি কলেজ সাহিত্য সংঘের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তার এ কার্যক্রমের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে সাহিত্যচর্চার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা।

শফিক রিয়ান সাহিত্যকে কেবল পেশা হিসেবে নয় বরং তার আত্মার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, ‘সাহিত্য হলো আমার জীবনের প্রাণশক্তি। যখন আমি লেখালেখি শুরু করি; তখন থেকেই জীবন যেন নতুন অর্থ ও উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে ওঠে।’

উদীয়মান কথাসাহিত্যিক শফিক রিয়ান তার সৃষ্টিকর্মে জীবনকে এমনভাবে ফুটিয়ে তোলেন, যাতে তার পাঠক সহজেই উপলব্ধি করতে পারেন। জীবনঘনিষ্ঠ এ লেখা তাকে নতুন প্রজন্মের কাছে পথিকৃৎ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, উপন্যাসটি সবার পড়া উচিত। বিশেষ করে যারা নারী অধিকার, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তাদের জন্য ‘আজ রাতে চাঁদ উঠবে না’ বইটি অপরিহার্য।

Advertisement

এসইউ/এমএস