দেশজুড়ে

পটুয়াখালী থেকে পাথর নিক্ষেপকারী একজন গ্রেফতার

পটুয়াখালী থেকে পাথর নিক্ষেপকারী একজন গ্রেফতার

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের একটি দল রাতে সোহাগ হত্যা মামলার এক আসামিকে ইটবাড়িয়া থেকে ধরে নিয়ে গেছে। অন্য জেলায় অভিযান থাকায় এ মুহূর্তে তার নাম প্রকাশ করা সম্ভব নয়।’

অন্যদিকে ডিবি পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এর আগে গ্রেফতার অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে রাতে তারা পটুয়াখালীতে অবস্থান নেয়। পরে ইটবাড়িয়া এলাকার একটি বাসা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। আটক আসামি ব্যবসায়ী সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন এমন তথ্য তারা নিশ্চিত হয়েছে।

Advertisement

গ্রেফতার হওয়া আসামির দেওয়া তথ্য অনুযায়ী, আরও একজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জেআইএম