শিক্ষা

মাদরাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

মাদরাসাসহ সব ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একই সঙ্গে রাজপথে আন্দোলনরত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে সংগঠনটি।

Advertisement

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হল রুমে ‌‘শিক্ষাব্যবস্থায় বিরাজমান বৈষম্য, অনিয়ম ও অসংগতি দূরীকরণের লক্ষ্যে মাদরাসাসহ সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনটির মহাসচিব শান্ত ইসলাম বলেন, শিক্ষকরা রাজনীতি করেন না। এটা তাদের কাজও না। তবুও বছরের পর বছর তারা রাজনীতির মারপ্যাঁচে পিষ্ট। সরকার আসে, সরকার যায়। কিন্তু শিক্ষকরা অমানবিক কষ্ট, সীমাহীন দুর্ভোগ ও মানবেতর জীবনযাপন থেকে বের হতে পারে না। শিক্ষকদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি যেন সোনার হরিণ।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি বাংলাদেশ ও বিশ্ব পরিমণ্ডলে মানবতাকামী, পরিচ্ছন্ন ও মুক্তিকামী মানুষ হিসেবে বহুল পরিচিত। আপনি অবগত রয়েছেন যে, স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত মুক্তিকামী মানুষ। মুক্তিকামী মানুষের স্বপ্নদ্রষ্টা হিসেবে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ আপনার সরকারের নেওয়া সংস্কার উদ্যোগকে স্বাগত জানাই। সব সংস্কারই গুরুত্বপূর্ণ। তবে শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য, অনিয়ম ও অসংগতি দূর করার অন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করা বেশি গুরুত্বপূর্ণ।

Advertisement

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, শাহ মোহাম্মদ কবির ও তাজুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার বিল্লাল আহমেদ পলাশ, মো. আবু বকর সিদ্দিক, আব্দুল লতিফ ও মোহাম্মদ জসিম উদ্দীন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএএইচ/এমএএইচ/