গ্রিসের প্রাচীনতম নাফলিও শহরের মেয়রের সঙ্গে বৈঠক ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
Advertisement
কূটনৈতিক সফরের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান নাফলিও শহরের মেয়র দিমিত্রিস অরফানোস।
পরে এক বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ ও কর্মসংস্থান সুযোগ এবং বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে সর্ম্পক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
এরপর রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা নাফলিওর একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান।
Advertisement
৬৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে একটি ক্লাসে রাষ্ট্রদূত বাংলাদেশের ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করেন। এ সময় গ্রিক শিক্ষার্থীরা মনোযোগ সহকারে বাংলাদেশের ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের কাহিনি শোনে।
রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে দেখেন এবং বাংলা বর্ণমালা ও বাংলাদেশের পতাকা আঁকার চেষ্টা করেন।
এই আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে গ্রিক শিক্ষার্থীরা বাংলা বর্ণমালার সঙ্গে পরিচিত হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা আঁকতে শেখে। নাফপলিও সফরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় ও দুদেশের সাংস্কৃতিক বিনিময়কেও সমৃদ্ধ করেছে।
এমআরএম/এমএস
Advertisement