সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনা করার অনুমোদন পেয়েছেন ৮৬ জন আইনজীবী। একই সঙ্গে ১৭০ জনের আবেদন বাতিল করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউ’র পূর্ণ সমর্থন ৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশএতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অনুমোদনক্রমে ও সভাপতিত্বে গত ১৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।
ওই এনরোলমেন্ট কমিটির ২৪ ফেব্রুয়ারির সভায় সব সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে উল্লেখিত তালিকাভুক্ত আইনজীবীদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আরও ১৭০ জনের আবেদন নো মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
Advertisement
আইনজীবীদের নাম দেখতে ক্লিক করুন
এফএইচ/কেএসআর/এএসএম