একুশে বইমেলা

বইমেলায় মতিউর জিসানের ‘ব্যাঙ রাজার রাজ্যে’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও ছড়াকার মতিউর জিসানের শিশুতোষ ছড়ার বই ‘ব্যাঙ রাজার রাজ্যে’। বইটি প্রকাশ করেছে চিরদিন প্রকাশনী।

Advertisement

বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। বইমেলায় ৬২৭-৬২৮ নম্বর স্টলে পাওয়া যাবে। এ ছাড়া বিন্দু প্রকাশনী ও রকমারিতে পাওয়া যাবে। মূল্য ২০০ টাকা।

লেখক জানান, শিশুদের কোমল মনে নানা রকম কল্পনা বাসা বাঁধে, স্বপ্ন উঁকি দেয়। স্বপ্নলোকের ডানায় চড়ে শিশুরা পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ায়। শিশুমনের সেলুলয়েডকে প্রাণবন্ত করার মতো চমৎকার কিছু ছড়া বইটিকে সমৃদ্ধ করেছে।

শিশুর উন্মাদনা, চঞ্চলতা, দলবেঁধে খেলাধুলা, পশু-পাখির সাথে বন্ধুত্ব, দুষ্টুমি ইত্যাদি ফুটে উঠেছে বইয়ের ভাঁজে ভাঁজে।

Advertisement

আরও পড়ুন গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’ বিনয় দত্তর গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’

মতিউর জিসানের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে। পুলিশ কর্মকর্তা বাবা ও গৃহিণী মায়ের পাঁচ সন্তানের মাঝে সবার ছোট তিনি। পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় জীবনে দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে লেখালেখির শুরু। কিছুদিন শিক্ষকতা করেন। তারপর কর্পোরেট জগতে।

এ ছাড়া শর্টফিল্ম রচনা, চিত্রনাট্য, পরিচালনা এবং অভিনয় করেন। মার্কিন জার্নাল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ইমপিরিক্যাল স্টাডিজে’ যৌথ গবেষণাকর্ম প্রকাশিত হয়।

এসইউ/এএসএম

Advertisement