বিনোদন

ঢাকায় সংস্কৃতি কেন্দ্রে আলোচনা ও প্রদর্শনী

ভারতীয় চলচ্চিত্রের ১১১ বছর পূর্তি হয়েছে চলতি বছরে। এ উপলক্ষে ঢাকার বারিধারার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল (২৩ ফেব্রুয়ারি) রোববার অনুষ্ঠিত হয় চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

Advertisement

এতে বাংলাদেশের তারিক আনাম খান, আফসানা মিমি, শিহাব শাহীন, সোহানা সাবা, রায়হান রাফি, বেঙ্গল ফাউন্ডেশনের আবুল খায়েরসহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ঊনিশ শতকের গোড়ার দিকে নির্বাক চলচ্চিত্রের যুগগুলো তুলে ধরতে ভারতের ঐতিহ্য পটচিত্রের ব্যবহার দেখা গেছে। বিভিন্ন আলোকচিত্রে নির্বাক চলচ্চিত্র থেকে সবাক চলচ্চিত্রের রূপান্তর, প্রযুক্তির উৎকর্ষতা আর রঙিন দুনিয়ার বাঁকবদলের নানা ইতিহাসও তুলে আনা হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন শেষে একটি হলে নির্মাতা কার্তিকি গনসালভেজের ‘দ্য এলিফেন্ট হুইসফেরার্স’ ও চৈতালী সমাদ্দারের ‘লায়লা’ নামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Advertisement

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সিনেমা হলো এমন একটি মাধ্যম যাতে একটি দেশের মানুষের আবেগ-অনুভূতি, তাদের বেঁচে থাকার নিয়ত সংগ্রাম, যত অর্জন, তার সব গল্পগুলো উঠে আসে। বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে মানবিকতার যে গল্পগুলো উঠে আসে তা মোটামোটি একইরকম। দুই দেশের নির্মাতারাই চলচ্চিত্রে দুই দেশের ইতিহাস ও ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে চলেছেন। তাদের মধ্যে যত বেশি কথা হবে, যত বেশি আলোচনা হবে সিনেমা নিয়ে আমি মনে করি আরও নতুন কোনো উদ্ভাবন দেখতে পাবো।’

অনুষ্ঠানে প্রণয় ভার্মা জানান, ভারতীয় সিনেমার ১১১ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ‘ওয়েভ’ শিরোনামে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। বিনোদন দুনিয়ার রথি-মহারথিরা এ সম্মেলনে হাজির হবেন। তারা শুধু সিনেমাই নয়, সংগীত-ওটিটি প্ল্যাটফর্ম-অ্যানিমেশন-মিডিয়া স্টার্টআপ নিয়েও কথা বলবেন। বাংলাদেশের অভিনেতা, নির্মাতা ও চলচ্চিত্র অঙ্গণের কলাকুশলীদেরও তিনি ওই সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের সংস্কৃতি বিভাগের প্রধান অ্যান মেরি জর্জিও চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা, নির্মাতা ও সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন।

এমআই/এলআইএ/জিকেএস

Advertisement