অপ্রত্যাশিত
Advertisement
বিচিত্র রং একফ্রেমে বদলে যায় জীবন, সময়
স্বপ্নরা লুকোচুরি খেলেথেমে যায় কতক জীবন
একফোঁটা শিশির বিন্দুর প্রত্যাশীতপ্ত বালিয়াড়ির সন্ধি।
Advertisement
****
মান্দারটিলার মন
মনে পড়েসময় অসময়ে সারাক্ষণউড়ছে শন শন উড়ছে দূর অজানায়ঢেউ তোলা নদীর স্রোতের মতোপ্রজাপতি ডানা।
মধুখালী বিলে শাপলা ফোটা ঝিলে—লুকোচুরি খেলে ঝিকমিক করা সূর্যের হাসিতুমি নেই হৃদয় আকাশে দুঃখ রাশি রাশি,মান্দারটিলার শূন্য মনটাকে কাঁদায় এক নিদারুণ শোক।
Advertisement
বড় পুকুর কাছে টানে, সুর বাজে সবুজ প্রাণেমনে পড়ে খুব—ছমির মাঝির সংলাপ কুহেলিয়া ঘাটেমধ্যমা আঙুল ধরে হেঁটে যাওয়া হাটেখুব করে পড়ে মনে, শয়নে-স্বপনে জাগরণেখুব প্রয়োজন তোমার ছায়া হে বটবৃক্ষ।
****
বাতাসের ক্রন্দন
নির্জনে একা ভীষণ কষ্টকরবাতাসের ক্রন্দন বিস্মৃতির অতল ভাঙেনদীর স্রোতে প্রবাহমান জীবন আমারনিয়ত বহুদূর সরে যায়
কখন নিঃশেষ হবে জীবনের রংঘুণ ধরা বোধ রয়ে যায় অমীমাংসিত।
এসইউ/এমএস