জাতীয়

আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

ব্যাপক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ঐক্য কমিশন সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত’: তারেক রহমান

এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন।

Advertisement

শফিকুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের অনেকেই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে যে দুটি তারিখের কথা উল্লেখ করে বলেছিলেন রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর তারা যদি চান আরও কিছুদিন থাকি তাহলে ২০২৫ সালের প্রথমার্ধে নির্বাচন হবে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল ইস্যু হলো এপ্রিল মাসের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এপ্রিলের পরে জুনে আবার বর্ষা শুরু হয়ে যায়। ফলে ওই তিনটা মাস আসলে নির্বাচনের জন্য অতটা উপযোগী না, সেজন্য আমাদের ধারণা নির্বাচন হয়তো ডিসেম্বরে হবে অথবা সর্বোচ্চ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

এমইউ/এমকেআর/এমএস