নওগাঁয় পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রথমে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
Advertisement
এতে সংহতি জানিয়ে অংশ নেয় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এসে থামে।
পরে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান, ইন্টার্ন চিকিৎসক ডা. মারুফ আহম্মেদ এবং ডা. সামান্তা ইসলাম বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। সম্প্রতি এ নিয়ে উচ্চ আদালতে করা রিট দ্রুত খারিজ করতে হবে। মানহীন বে-সরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাহিরে কোনো প্রকার ওষুধ বিক্রি করতে পারবে না। পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ক্রয় করাসহ ৫ দফা দাবির প্রত্যেকটি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
Advertisement
আরমান হোসেন রুমন/আরএইচ/জিকেএস