দেশজুড়ে

বগুড়ায় সড়কে আলু ছিটিয়ে চাষিদের বিক্ষোভ

হিমাগারের ভাড়া বৃদ্ধি ও হাট বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে বগুড়ার শাজাহানপুরে সড়কে আলু ছিটিয়ে বিক্ষোভ করেছেন চাষিরা।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামাদারপুকুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় বগুড়া-নাটোর মহাসড়কে শুয়ে পড়েন কৃষকেরা।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, উপজেলা বিএনপির নেতা এনামুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, জামায়াত নেতা শাজাহান আলী, আলু ব্যবসায়ী জহুরুল ইসলাম মেম্বার, শফিকুল ইসলাম, আইয়ুব আলী, জিল্লাত আলী, হাবিবুর রহমান, আলুচাষি আব্দুল হালিম, রুহুল আমিন, বাদশা মিয়া, মিজানুর রহমান, ফজলুল হক, আলমগীর হোসেন ও সোলাইমান আলী প্রমুখ।

Advertisement

স্থানীয় আলু চাষি আব্দুল হালিম জানান, এ বছর চড়া মূল্যে বীজ, সার, কীটনাশক ক্রয় করে আলু চাষ করতে হয়েছে। তার ওপর হাট বাজারের ইজারাদাররা অতিরিক্ত খাজনা আদায় করছেন। হিমাগারের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ফলে কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা অসম্ভব হয়ে পড়ছে।

তোতা মিয়া নামে এক আলু চাষি জানান, গত কয়েক বছর ধরে তারা হিমাগারে আলু সংরক্ষণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক হিমাগার মালিক কাউকে কিছু না বলে কৃষকের রাখা আলু বিক্রি করে দেয়।

জেলা আলু ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক শাজাহান আলী জানান, হিমাগার মালিকেরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করেও কোনো সমাধান পাওয়া যায় না।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ কৃষকদের বুঝিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে।

Advertisement

এলবি/আরএইচ/এমএস