জাতীয়

সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত: প্রেস সচিব

সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertisement

তিনি বলেন, এর ফলে সরকারের সব কাজ দ্রুততার সঙ্গে সম্পাদনের পাশাপাশি দুর্নীতি দমন করা সহজ হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে প্রকল্পসহ সরকারের সব কাজ মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন

জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের, সেটি সুচারুভাবে করতে চাই

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Advertisement

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করেন।

এমইউ/ইএ/এমএস