ক্যাম্পাস

কুয়েট উপাচার্যকে লাঞ্ছনার ঘটনায় জাবিপ্রবি উপাচার্যের উদ্বেগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

Advertisement

এক বিবৃতিতে উপাচার্য বলেন, শিক্ষাদানের মতো মহান ব্রত পালন করে শিক্ষকরা জাতি গড়ার কারিগররূপে নিজেদের সমর্পণ করেন। শিক্ষকদের ওপর হামলা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এটি কখনোই গ্রহণযোগ্য ও কাম্য নয়। বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনা হতে পারে। এক্ষেত্রে সব পক্ষকেই আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত। এসআর/জিকেএস